কুষ্টিয়ার দৌলতপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আফাজ উদ্দিন আহমেদ, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশীদ বাবলু, যুগ্মসাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক টিপু নেওয়াজ, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ। একই সময় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের আগে দৌলতপুর থানা বাজার থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে গিয়ে শেষ হয়।
Posted ২:০১ অপরাহ্ণ | রবিবার, ১০ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor