ইসতিয়াক আহাম্মেদ
দৌলতপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন, সাধারণ সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা মোঃ আজগার আলী।
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপ নগর, রামকৃষ্ণপুর,চিলমারী এবং মরিচা ইউনিয়ন গুলোর অধিকাংশ এলাকা এখন অতিবৃষ্টি এবং উজানের বন্যার পানিতে প্লাবিত। চরম দুর্দশায় আছে এলাকার অধিকাংশ মানুষ।
তলিয়ে গেছে হাজার হাজার বিঘা আবাদি জমি।
পানি বন্দী হয়ে কষ্টের জীবন পারকরছেন এই চর এলাকার কএক হাজার মানুষ।তাই এই নদী ভাঙ্গন ও বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করেন।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজগার আলী, আজীবন সদস্য এ্যাডঃ শরীফ উদ্দিন রিমন, বিপ্লবী সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা আওয়ামী,এ্যাডঃ নজরুল ইসলাম, মোঃ গোলাম জাকারিয়া সরেজমিনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আসমত আলী মাষ্টার,সর্দার আকতার হোসেন,আলহাজ্ব আসলাম উদ্দিন, মোঃ শরিফুল ইসলাম, অধ্যাপক স্বপন আলী,এ্যাডঃ মীর্জা আলম রিগ্যান, এ্যাডঃ আয়েশা আক্তার, এ্যাডঃ ওয়ালিউল আলম শাওন, বি আর ডি বির চেয়ারম্যান তানিয়া বিলকিস, মামুন কবিরাজ, ইশতিয়াক আহাম্মদ সনি, মতিন কবিরাজ, সোহেল রানা বাবু,আলমগীর, আপণ,আকরাম, নাজমুল, টনি,সানি, শাহীন হাফিজুর, প্রমুখ নেতৃবৃন্দ। এবং পনিবন্দী এলাকা পরিদর্শন কালে, আজগার আলী বলেন যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্তদের নিকট রেডক্রিসেন্ট এর খাদ্য সামগ্রী পৌঁছাবে বলে তিনি আশ্বাস দেন।
Posted ১:১০ অপরাহ্ণ | শুক্রবার, ২০ আগস্ট ২০২১
protidinerkushtia.com | editor