কুষ্টিয়ার দৌলতপুরে ইসলামী বালিকা একাডেমী মাদ্রাসা নামের এক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের শুভো উদ্বোধন করা হয়েছে৷
শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কান্দির পাড়া এলায় মাদ্রাসাটির উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহম্মেদ মামুন।
২নং খাশ মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মস্তোফা কামাল নাড়ু হাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি টিপু নেওয়াজ, ২ নং খাশ মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার কবির মিন্টু ও ইউনিয়নটির ৬ নং ওয়াডের ইউপি সদস্য ময়েন উদ্দিন ময়েন প্রমুখ।
এসময় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বিষয়ে মাদ্রাসার সার্বিক দায়িত্বে থাকা বাবলু’র রহমান জানান, মাদ্রাসায় ছাত্রীদের প্লে শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে দুই একের ভিতরে ক্লাস শুরু হয়ে যাবে। এখানে মহিলা শিক্ষিকা দ্বারা মেয়েদের পড়ানো হবে। বাংলা, ইংরেজি, অংক এক কথায় জেনারেল পড়ার পাশা পাশাপাশি আরবি শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। এখানে শিক্ষার্থীদের জন্য আবাসিক থাকার ব্যাবস্তাও রাখা হয়েছে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন সকলের সার্বিক সহযোগীতায় এই প্রতিষ্ঠানটি এলাকার সুনাম বয়ে আনবে।
ছবি- ছবি বালিকা একাডেমী মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানের একাংশ।
Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ মে ২০২২
protidinerkushtia.com | editor