মোঃআলাউদ্দীন
দৌলতপুরে বি সি কে স্কুল পাড়ায় বিষ পানে একজনের মৃত্যু
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোগল বাড়িয়া ইউনিয়ন এর বি সি কে স্কুল পাড়ায় আকালি মন্ডল এর স্ত্রী কমেজান এর বিষ পানেমৃত্যু হয়।
সে দুটি সম্তান এর মা সকাল ১১ঘটিকার সময় বিষ পানে মৃত্যু হয় কমেজান এর। বাড়ির আসে পাশের লোক জন বিষয় টি জানার পর পরেই দৌলতপুর থানায় ফোন করে জানালে সংগে সংগেই এস আই অরূণ সংগীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌছায় এবং লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে এলাকা বাসির কাছে জানতে চাইলে এলাকা বাসি জানান তাদের সন্তানকে নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ কারনেই হয়তো বা কমেজান এই ঘটনাটি ঘটান। এদিকে দৌলতপুর থানা পুলিশ লাশটি উদ্ধারের পরপরই ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
Posted ৪:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১
protidinerkushtia.com | editor