শুক্রবার | ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

দৌলতপুরে বেতন-ভাতা ও অধ্যক্ষের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন

দৌলতপুরে বেতন-ভাতা ও অধ্যক্ষের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন

 


নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ আরিফ উদ্দীন বিশ্বাসের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও ঘুষ বাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১১ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুল্লাহ আল আযম। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক মামুন, ফজলে রাব্বি, শফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলন থেকে জানা গেছে, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের
৭ জন শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন বেতনের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। কোন প্রতিকার মিলছেনা। বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ আরিফ উদ্দীন বিশ্বাস ভুক্তভোগী ৭ জনের কাছে ১৬ লাখ টাকা ঘুষ দাবী করেন। চাহিত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষুব্ধ হন আরিফ উদ্দীন বিশ্বাস। সেই আক্রোসে ৭ জনের বেতন ফাইল আটকে দেন অধ্যক্ষ। বেতন না পেয়ে বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন।


বক্তারা আরো বলেন,  ৭৫-কুষ্টিয়া -১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোঃ রেজাউল হক চৌধুরী’র ঐকান্তিক প্রচেষ্টায়  ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ সরকারিকরণ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও  অর্থ মন্ত্রণালয় এই কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য বেতন ভাতা মঞ্জুর করেছেন। ২০২৩ সালের ২৫ অক্টোবর ১৬ জন শিক্ষক- কর্মচারীর বেতন অনুমোদন দেয়।   কিন্তু অধ্যক্ষ আরিফ উদ্দিন বিশ্বাস কলেজের আক্রোশের শিকার ৭ জন শিক্ষক-কর্মচারী বেতন বঞ্চিত হন। সুষ্ঠু তদন্ত করে অধ্যক্ষ আরিফ উদ্দীন বিশ্বাসের অপসারণের দাবী জানিয়েছেন বক্তারা।

জানা গেছে, দীর্ঘদিন অধ্যক্ষ কলেজে  অনুপস্থিত। তার আপন খালু অর্থনীতি বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম
সরকার বিরোধী কর্মকান্ডে অংশ গ্রহণ করে এবং দীর্ঘদিন কলেজে  অনুপস্থিত থাকলেও তাকে বেতন দেওয়া হয়েছে। বক্তারা অভিযোগ করেন, ছয় লক্ষ টাকার বিনিময়ে ২৯ জন শিক্ষক কর্মচারীকে আর্টিকেল ৪৭ অনুযায়ী আরিফ বিশ্বাস যোগদান করান।


কলেজে পাঠদান ব্যাহত হওয়ায় সচেতন অভিভাবক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী বিষয়টি সমাধান করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী, নবনির্বাচিত উপজেলা  চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকন চৌধুরীসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের  সুদৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে জানতে অধ্যক্ষ আরিফ উদ্দীন বিশ্বাস কে মোবাইলে কল দিলে রিসিভ করেন নি।

Facebook Comments Box

Posted ৫:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!