কুষ্টিয়ার দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন ও আদালত অবমাননার দায়ে ৩ জনকে পৃথক মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
রবিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২জনকে ১৫দিন করে এবং ১জনকে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড দেন আদালতের বিচারক।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাদক সেবন জন্য মাদক বহন করছে এমন সংবাদ পেয়ে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ধর্মদহ গ্রামে অভিযান চালায়। এসময় মাদকসহ ধর্মদহ গ্রামের ইন্তাজ হোসেনের ছেলে বাদশা (২১) ও তোফাজ্জেল হোসেনের ছেলে সাজেদুল (২৫) কে আটক করা হয়।
পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৪২(১) ধারায় বাদশাকে ১৫দিন এবং সাজেদুলকে ১০দিন বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলী। ভ্রাম্যমাণ আদালত চলাকালে আদালতকে অবমানার দায়ে একই এলাকার মৃত এনামুল হকের ছেলে সফিউল ইসলাম শিমুল (৩৩) কে ১৫দিন বিনাশ্রম কারাদন্ড দেন একই আদালতের বিচারক। পরে দন্ডিতদের পুলিশ হেফজতে নিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
Posted ৫:১৩ অপরাহ্ণ | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor