আশিক ইসলাম
দৌলতপুরে মহানবী (সা.)-এর ব্যাঙ্গো চিত্র প্রদর্শনের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত।
৩০ অক্টোবর শুক্রবার বাদ আছর এলাকার মুছল্লী ও হরিণগাছি আল-আমিন সংস্থার উদ্দোগে হরিণগাছী বাজারে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্সে রাষ্ট্রীয় ভাবে মহানবীর (সা.) এর ব্যাঙ্গো চিত্র প্রদর্শন করে ইসলাম ধর্মকে অবমাননার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে সভাপতিত্ব করেন হাঃ মাওঃ মুফতি ফিরোজ কবির
,প্রতিষ্ঠিতাঃ ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ রোকনুজ্জামান সাহেব –
খতিব হরিণগাছি বাজার মসজিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণগাছি মাদ্রাসার শিক্ষক মাওঃ দুলাল সাহেব
মানব বন্ধনে বক্তব্য রাখের হাফেজ মাওলানা মুফতি ফিরোজ, মাওলানা দুলাল সাহেব, হাফেজ বুরহানুদ্দিন, মাওলানা মুইনুল ইসলাম,
মাওলানা রোকনুজ্জামান
প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হরিণগাছি আল-আমিন সংস্থার সকল সদস্যবৃন্দ
মানব বন্ধনে বক্তারা বলেন ফ্রান্সে রাষ্ট্রীয় ভাবে মহানবীর (সা.) এর ব্যাঙো চিত্র প্রদর্শনে মহানবীর অবমাননার তীব্র নিন্দা জানায়। অবিলম্বে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান, তা না হলে ফ্রান্সের মালামাল বয়কোট, কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন এবং বাংলাদেশ সরকারের কাছে অনুষ্ঠানিক ভাবে ফরাসি রাষ্ট্রদূতকে মহানবীর (সা.) অবমাননার জন্য ক্ষমা চাইতে হবে, তা না হলে ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দেওয়া জন্য সরকারের
প্রতি আহবান জানান।
Posted ৩:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)