দৌলতপুরে মুক্তিযোদ্ধার ওপর অমানুষিক অত্যাচার থানায় অভিযোগ দেওয়ার পরও কোন ব্যবস্থা নেইনি।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাগপুর রঘুনাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন (৭০) এর পরিবারের লোকজন প্রতিবেশী মাদার মন্ডলের ছেলে আখি আলী ও তোফাজ্জেল হোসেন এর পরিবারের লোকজন দারা অতিষ্ঠ হয়ে উঠেছে।
এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে গেলে এলাকাবাসী জানান, মুক্তিযোদ্ধা পরিবারটির লোক সংখ্যা কম হওয়াতে প্রতিবেশী পরিবারে লোকজন দীর্ঘদিন যাবৎ নানা ভাবে অত্যাচার করে আসছে। আমরা এলাকাবাসী চাই বিষয়টি সুষ্ঠু ভাবে সমাধান হোক।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন জানান, আমার বাড়ির পাশ দিয়ে সরকারী খাস যায়গা আছে যে যায়গাটা দীর্ঘদিন যাবৎ আমার দখলে। আমি কিছু গাছ লাগিয়ে ছিলাম গাছ গুলো বড় হলে প্রতিবেশী, আখি ও তার লোকজন জোর পূর্বক কেটে নিয়েছে। আমি বাঁধা দিতে গেলে আমি ও আমার ছেলে হত্যার হুমকি দেয়। আমি প্রশাসনের কাছে তদন্ত পূর্বক বিচার দাবি করছি।
এ বিষয়ে আখির পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করলে তারা ক্যামেরায় কোন কথা বলতে চান নাই, বলেন চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল অনুমতি দিয়েছে তাই গাছ কেটেছি। আমরা কেন বক্তব্য দিব না দেবেন চেয়ারম্যান।
এ বিষয়ে চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল
মুঠোফোনে জানান, মুক্তিযোদ্ধা বাড়ির পাশের যায়গাটি ইউনিয়ন পরিষদের যায়গা সেখানে কোন গাছ কাটার অনুমতি আমি কাউকে দেই নাই এ ব্যপারে আমার কাছে কোন অনুমতি নেওয়া হয় নাই।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশ জানান, একটি লিখিত অভিযোগ হয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ২:৪১ অপরাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor