আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করে দিনটি। তবে এবার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়েছে ।
৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে সকাল ৮ টায় উপজেলা প্রশাসনিক আয়োজনে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়।
পরপরই উপজেলা পরিষদ চত্ত্বরের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। পুষ্পস্তবক অর্পণ করবেন কুষ্টিয়া-৭৫ দৌলতপুর -১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড, এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজগর আলী সহ দৌলতপুর উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ।
স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ পুষ্পস্তবক অর্পণ করবেন বিভিন্ন সামাজি, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন।
Posted ৩:০২ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor