আকরাম হোসেন, দৌলতপুর প্রতিনিধি।
আজ ১৬ ডিসেম্বর। বিজয় বাংলাদেশ, মহান বিজয় দিবস। ৪৯ বছর ধরে বিজয়ের গৌরবে মাথা উঁচু করে এগিয়ে চলছি আমরা। সকল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সম্মান জানাতে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা তে ভোর ছয়টা থেকে শুরু হয় কার্যক্রম তারপর আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
এরপর মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন ৭৫ কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমিন আক্তার, ভুমি কমিশনার আজগর আলী, উপজেলা চেয়ারম্যান এজাজ আহম্মেদ মামুন এবং দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল আলম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া ও দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড। ফুল দেয়া শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া করা হয়।
এ সময় দৌলতপুর উপজেলা প্রশাসন এর সকল কর্মকর্তা ও বিভিন্ন দলের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
Posted ১:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor