কুষ্টিয়া দৌলতপুরে প্রথম দিনের লকডাউনে ব্যাপক তৎপর ছিলেন পুলিশ প্রশাসন।
সকাল দশটার দিকে দৌলতপুর উপজেলা নির্বাহি অফিসার শারমিন আক্তার ও থানা অফিসার ইনচার্জ মোঃ জহুরুল আলম একযোগে বের হয়ে বিভিন্ন বাজার টহল ও মাইকিং করে জনগণকে সচেতন করেন।
এসময় উপজেলা প্রশাসন’ দোকান খোলা রাখা ও মাক্স বিহীন ঘোরাঘুরি করাই পাঁচ জনকে দুই হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়।
পরে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন প্রশাসনকে নিয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালান।
পাশাপাশি নিষেধাজ্ঞার বাইরে থাকা দোকানপাট ও যানবাহন বন্ধ এবং জনসাধারণের বাইরে বের হওয়ার বিষয়ে জানতে চাওয়া হয় এবং যথাযথ প্রমাণ না থাকলে দোকান বন্ধ সহ মোটর সাইকেল আরোহীদের থানায় নেওয়া হয়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ লকডাউন বাস্তবায়নে পুলিশ প্রশাসনের টহল জোরদারসহ কঠোর অবস্থানে আছেন বলেও জানান।
Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ এপ্রিল ২০২১
protidinerkushtia.com | editor