আলাউদ্দিন আহমেদ।
দৌলতপুরে শহীদ রফিকুল আলমের ৫০ তম মৃত্যু বার্ষিকী পালিত।
দৌলতপুরে শহীদ রফিকুল আলমের ৫০ তম মৃত্যু বার্ষিকী পালিত।
মঙ্গলবার সকালে শহীদ রফিক নগর প্রাথমিক বিদ্যালয়ে বীর প্রতীক শহীদ রফিকুল আলমের স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পণ ও কবর জিয়ারত করেন দৌলতপুর উপজেলা প্রশাসন ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার খন্দকার মহিদুর রহমান, ফিল্ড অফিসার উপজেলা মৎস্য অফিস দৌলতপুর মোঃ আসলাম হোসেন, ও আবু নাঈম তুহিনপ্রধান শিক্ষক রফিক নগর প্রাঃ বিদ্যালয়। এছাড়াও আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানেসভাপতিত্ব করেন গোলাম কিবরিয়া
অনুষ্ঠানের মধ্যে ছিলো কোরআন তিলাওয়াত , মিলাদ মাহফিল, পুষ্পমাল্য অর্পন।এলাকাবাসী তার লাশ তারাগুনিয়া বর্তমান রফিক নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে রাস্তার ধারে দাফন করেন। তাঁর নাম অনুসারে এলাকার নাম ও স্কুলের নাম “রফিক নগর” নাম করণ করা হয়েছে এবং একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে, প্রতিবছর এলাকাবাসী দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে।
Posted ৮:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor