আলাউদ্দিন আহমেদ।
দৌলতপুরে শহীদ রফিকুল আলমের ৫০ তম মৃত্যু বার্ষিকী পালিত।
মঙ্গলবার সকালে শহীদ রফিক নগর প্রাথমিক বিদ্যালয়ে বীর প্রতীক শহীদ রফিকুল আলমের স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পণ ও কবর জিয়ারত করেন দৌলতপুর উপজেলা প্রশাসন ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার খন্দকার মহিদুর রহমান, ফিল্ড অফিসার উপজেলা মৎস্য অফিস দৌলতপুর মোঃ আসলাম হোসেন, ও আবু নাঈম তুহিনপ্রধান শিক্ষক রফিক নগর প্রাঃ বিদ্যালয়। এছাড়াও আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানেসভাপতিত্ব করেন গোলাম কিবরিয়া
অনুষ্ঠানের মধ্যে ছিলো কোরআন তিলাওয়াত , মিলাদ মাহফিল, পুষ্পমাল্য অর্পন।এলাকাবাসী তার লাশ তারাগুনিয়া বর্তমান রফিক নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে রাস্তার ধারে দাফন করেন। তাঁর নাম অনুসারে এলাকার নাম ও স্কুলের নাম “রফিক নগর” নাম করণ করা হয়েছে এবং একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে, প্রতিবছর এলাকাবাসী দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে।
Posted ৮:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor