আছানুল হক
কুষ্টিয়া দৌলতপুরে শুক্রবার শেহালা গ্রামের মালিথা পাড়া মোড়ে শালিশী বৈঠকে সংঘর্ষ মেম্বার সহ আহত ৯ জন।
মেম্বারের পরিবার থেকে জানান, চাকুরী দেওয়ার কথা বলে টাকা নেয় পলাশ । সেই টাকা ফেরত দিতে না পারায় শুক্রবার সকাল ১০ টায় শালিশী বৈঠক বসে। শালিশে পাওনা টাকা দিতে না চাওয়ায় কথা কাটাকাটি হয় এক পর্যায়ে পলাশের লোকজন হামলা চালায় এবং মেম্বার ও তার লোকজন বসে থাকা অবস্থাতে কিছু বুঝে উঠার আগে পেছন দিক থেকে এক সাথে হামলা চালিয়ে ৫ জনকে গুরুতর আহত করে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক । এবং আহতদের ডাক চিৎকারে আমরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করি তারা বর্তমানে আহতাবস্থা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এদিকে পলাশ দাবি করেন, শালিশী বৈঠক চলাকালীন সময়ে কিছু বুঝে উঠার আগে রিন্টু মেম্বারের লোকজন আমাদের উপর আক্রমন চালায় আমার বিরুদ্ধে অনেক আগে থেকে তারা ষড়যন্ত্র করে আসছে।
আমাদের ৪ জন আহত হয়েছে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফাড করেছে।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জহুরুল আলম জানান, ঘটনা স্থানে পুলিশ মোতায়েন আছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ৯:০৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
protidinerkushtia.com | editor