আশিক ইসলাম
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. ক. ম. সরওয়ার জাহান বাদশাহ্।
বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান শেলি দেওয়ান, জেলা পরিষদ সদস্য মায়াবী রোমান্স মল্লিক, সাবেক ছাত্রলীগ সভাপতি সরদার আতিয়ার রহমান আতিক ও দৌলতপুর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
উপস্থিতি ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অংঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ। আলোচনা ও দোয়া শেষে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করেন।
Posted ৪:৩৭ অপরাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)