আছানুল হক
দৌলতপুরে সর্বস্তরের প্রতিনিধির সাথে জেলা প্রশাসকের মতবিনিময়: মাদক নিয়ন্ত্রনে প্রশাসকের হস্তক্ষেপ কামনা।
কুষ্টিয়া দৌলতপুরে বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা অডিটোরিয়াম, উপজেলার সর্বস্তরের প্রতিনিধির সাথে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন,ভাইস-চেয়ারম্যান সাক্কির আহমেদ, সোনালি খাতুন আলেয়া,বীর মুক্তিযোদ্ধা হাইদার আলী।
আর উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ এর সাবেক তথ্য বিষয়ক সম্পাদক টিপু নেওয়াজ, শিক্ষা বিষয়ক সম্পাদক ছাদিকুজ্জামান খান সুমন, ১৪ ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বৃন্দ।
মতবিনিময় সভায়, সর্বস্তরের প্রতিনিধি তাদের বক্তব্যে তুলে ধরেন উপজেলার বিভিন্ন সমস্যার কথা। সব থেকে বড় সমস্যা হিসেবে তুলে ধরেন মাদকের ব্যবসা ও মাদক সর্বরাহের বিষয়টি। তারা বক্তব্যে বলেন রেকর্ড পরিমাণ মাদকের ব্যবসা হচ্ছে দৌলতপুরে যা বিগত দিনে কখনো হয় নাই। তাই আমরা জেলা প্রশাসকের দৃষ্টি কামনা করছি। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ বিশেষ রাস্তাগুলি দীর্ঘ সময় ধরে চলাচলের অযোগ্য হয়ে আছে মতবিনিময় সভার মাধ্যমে বক্তারা দ্রুত রাস্তাগুলির দাবি করেন।
Posted ১০:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor