নিজশ্ব প্রতিনিধী
দৌলতপুরে স্ত্রীকে চোর বানিয়ে স্বামিকে পেটালো দুর্বৃত্তরা
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ঘোড়ামারা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে আফজাল (৪৫) কে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ৮:৩০ মিনিটে সালিশ চলাকালীন সময় এ ঘটনা ঘটে। ঘটনা সুত্রে জানাগেছে উপজেলার সুনাইকুন্ডি গ্রামের লুৎফর রহমানের স্ত্রী নাজমা আক্তার, তার বাবার বাড়ী ঘোড়ামারা গ্রামের আফজাল হোসেনের প্রতিবেশি। নাজমা আক্তার স্থানীয় ইউপি সদস্য আলেক উদ্দিনে কাছে মৌখিক অভিযোগ দেয় তার স্বর্ণের চেইন চুরি করেছে আফজালের স্ত্রী ও স্ত্রীর বোন।
ইউপি সদস্য আলেক উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আফজালের বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশের জন্য বসলে অপরপক্ষ নসির উদ্দিন সহ তার লোকজন আসেন না। এ সময় আমি আফজালকে, নাসিরকে ডাকতে পাঠালে নসির সহ নাজমার সাথে আসা অপরিচিত কিছু দুর্বৃত্ত আফজালের উপরে দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে আফজালের মাথা সহ শরিরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপে ক্ষতবিক্ষত হয়। পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় আহত ব্যক্তিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল কম্পাউন্ডে নাজমা আবারও আফজালের স্ত্রী ইশমাকে মারধর করে।
আফজালের স্ত্রী ইশমা জানান, আমার স্বামীকে দেয় তারা একা পেয়ে এভাবে হত্যার উদ্দেশ্যে মারপিট হবে আমরা তা বুঝতে পারিনি। আমার স্বামীকে মারধরের ঘটনায় আমি সঠিক বিচার চাই।
এ বিষয়ে নসিরের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করলে তারা গণমাধ্যমে কোন কথা বলবেনা বলে জানান।
দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাবীদ হাসান বলেন, অভিযোগ পেয়েছি, সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ৯:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মে ২০২২
protidinerkushtia.com | editor