আ
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর দার্গার মোড় বাজারে হঠাৎ করে দোকান ঘর ভাড়া দ্বিগুণ বৃদ্ধি করার কারনে বুধবার সকালে ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমতির সভাপতি আমিনুল ইসলাম (আন্টু মেম্বার) সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম সহ বাজারের সকল ব্যবসায়ীরা। মানববন্ধনে ব্যবসায়ীরা দাবি করেন বাজারের অধিকাংশ যায়গা হচ্ছে খাস জমি যেখানে কোন ধরনের লিজ ছাড়ার পেশি শক্তির খাটিয়ে অনেকে দোকান ঘর তৈরি করে ব্যবসাযীর কাছে ভাড়া দিয়েছে হঠাৎ করে কোন নুটিশ না দিয়ে ব্যবসায়ীদের ভাড়া দ্বিগুন করেছে। একে সরকারী যায়গা তে ঘর আরেক দিকে আশে পাশের বড় বড় বাজারের সমান করে হঠাৎ ভাড়া বৃদ্ধি আমাদের কাছে সম্পর্ন অন্যায় মনে হচ্ছে। আমরা চাই সরকারী যায়গা সঠিক ভাবে সরকার বুঝে নিয়ে ইজারা মাধ্যমে সকলের মাঝে বন্টন করুক । দাবি আদায়ের লক্ষে ব্যবসাযীরা সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধো রাখার ঘোষণা দেন মানববন্ধনে। এ বিষয়ে দোকান মালিক সমিতির সদস্য নাসির উদ্দিন জানান, সরকারি জায়গাতে দোকান ঠিক আছে কিন্তু নিজ নিজ পজিশনের সামনে জায়গা দখল করে আছি আমরা সরকার যদি চাই আমরা ছেড়ে দেবো।
Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor