মোঃ শামীম আসরাফ, স্টাফ রিপোর্টার প্রতিদিনের কুষ্টিয়া।
দৌলতপুর থানা তত্ত্বাবধানে দিঘলকান্দী পুলিশ ক্যাম্পের অভিযান চালিয়ে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দী গ্রামে আব্দুর রশিদ মেম্বার এর বাড়ির কাছে পাকা রাস্তার উপরে এলাকা থেকে ৮০ বোতল ফেন্সিডিল সহ আফজাল পরামানিক নামে একজনকে আটক করেছে।
জানা যায়, দিঘলকান্দী ক্যাম্প পুলিশের এসআই শেখ নাজিবুর রহমান ওএ এস আাই মোঃ আনারুল ইসলাম আজ দুপুর ১২টার সময় সংগীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া দৌলতপুর থানার দিঘলকান্দী এলাকা থেকে ৮০ বোতল ফেন্সিডিল ও পাখি ভ্যান সহ আফজাল পরামানিক আটক করেছে। আটককৃত আফজাল পরামানিক কুষ্টিয়া দৌলতপুর থানার মথুরাপুর স্কুল বাজার এলাকার সৈয়দ পরামানিক পুত্র।
Posted ৮:২১ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor