দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি দৌলতপুরের বিভিন্ন সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন।
শনিবার (২৮ নভেম্বর) উপজেলার মথুরাপুর ও প্রাগপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাসানুল আসকার হাসু, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাষ্টার, সাবেক প্রধান শিক্ষক ইলিয়াস হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ।
দৌলতপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্বাবধানে নির্মিত সড়ক উন্নয়ন কাজের প্রথমটি বেলা ১১ টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর-মহাদেবপুর সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি বাদশাহ্। এরপর প্রাগপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।
Posted ১০:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)