সোমবার | ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

দৌলতপুর উপজেলায় বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি সরিয়ে সাংস্কৃতিক প্রোগ্রাম করাই রিমনের ক্ষোভ প্রকাশ

আছানুল হক

দৌলতপুর উপজেলায় বঙ্গবন্ধু মুর‌্যালে  শ্রদ্ধাঞ্জলি সরিয়ে সাংস্কৃতিক প্রোগ্রাম করাই রিমনের ক্ষোভ প্রকাশ

দৌলতপুর উপজেলায় বঙ্গবন্ধু ম্যুরাল শ্রদ্ধাঞ্জলি সরিয়ে সাংস্কৃতিক প্রোগ্রাম করাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, শরীফ উদ্দীন রিমনের ক্ষোভ প্রকাশ।

 


দৌলতপুর উপজেলায় বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি সরিয়ে সাংস্কৃতিক প্রোগ্রাম করাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, শরীফ উদ্দীন রিমনের ক্ষোভ প্রকাশ।

সারা দেশের ন্যায় কুষ্টিয়া দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ ই মার্চ।

রবিবার সকাল ৯ টায় বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে দিবস টি শুরু হয়।বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পন করেন, কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আঃ কাঃ ম সরওয়ার জাহান বাদশা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন সহ আওয়ামী সহযোগীতা সংগঠেনের নেতা কর্মী বৃন্দ।


বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণের কিছু সময়ের ভিতর সরিয়ে ফেলা হয় পুষ্পস্তবক। বিষয়টি নজরে আসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন রিমনের। বিকাল ৩ টার সময় ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এক আলোচনা অনুষ্ঠানে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় দিবসগুলোতে বঙ্গবন্ধু ম্যুরাল শ্রদ্ধাঞ্জলি প্রদান করলে তা কিছু সময় পরে সরিয়ে ফেলা হয়।

ঠিক প্রতিবারের মতো এবারও বিভিন্ন নেতাকর্মীর শ্রদ্ধাঞ্জলি প্রদান করিল ও শ্রদ্ধাঞ্জলি সরিয়ে ফেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন পরবর্তীতে এ ধরনের কোন কার্যক্রম চোখে পড়লে তা দলীয় সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার শারমিন আক্তারের কাছে জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন জাতীয় দিবসে যায়গা স্বল্পতার কারণে বঙ্গবন্ধু মুর‌্যালে এর সাংস্কৃতিক প্রোগ্রাম গুলি করা হয়। তাই এবারও শ্রদ্ধাঞ্জলি গুলির সরিয়ে শিল্পকলা একাডেমীর ভিতর রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আবার শ্রদ্ধাঞ্জলি গুরি মোড়ালে দেয়া হয়েছে। এখন পর্যন্ত আছে।

Facebook Comments Box

Posted ৮:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!