শামীম আশরাফ
দৌলতপুর থানায় ১ম অর্ধবার্ষিক পরিদর্শন করেন মোঃ ইয়াছির আরাফাত
অদ্য ২০ শে জুন ২০২২ খ্রিঃ তারিখ অনুমান সকাল ১১ ঘটিকার সময় জনাব মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল,কুষ্টিয়া কর্তৃক কুষ্টিয়া জেলাধীন দৌলতপুর থানা ১ম অর্ধবার্ষিক পরিদর্শন করা হয়। পরিদর্শনের শুরুতেই তিনি সালামী গ্রহণ ও সালামী প্যারেড পরিদর্শন করেন। অতঃপর থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি ও মালামাল সরেজমিনে পরিদর্শন করেন। এছাড়াও তিনি সুষম দাপ্তরিক কর্মবন্টন, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদান, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও মাদক বিরোধী অভিযান, সরকারী সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, বিভাগীয় লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং বিট পুলিশিং কার্যক্রম জোরদারকরণের জন্য এবং মাননীয় আইজিপি, মাননীয় ডিআইজি, খুলনা রেঞ্জ, মাননীয় পুলিশ সুপার, কুষ্টিয়া জেলা মহোদয়ের নির্দেশনা মোতাবেক আধুনিক ও মানবিক পুলিশি কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় জনাব এস এম জাবীদ হাসান ,অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা, থানার সাব ইন্সপেক্টর ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১:২৪ অপরাহ্ণ | সোমবার, ২০ জুন ২০২২
protidinerkushtia.com | editor