দৌলতপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এস,আই (নিঃ) মোঃ রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় দৌলতপুর থানাধীন ভাগজোত তালতলা গ্রামে অভিযান পরিচালনা করে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ নজিবুল মন্ডল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
২৮ জুলাই (মঙ্গলবার) ভোরে দৌলতপুর উপজেলার ভাগজোত এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী।
আটককৃত নজিবুল মন্ডল একই এলাকার মোঃ মনছুর মন্ডল ছেলে।
পুলিশ জানায়, দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমানর নির্দেশে দৌলতপুর থানা পুলিশ ভাগজোত এলাকায় অভিযান চালিয়ে বসত বাড়ী হইতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহে রাখা অবস্থায় ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী নজিবুল মন্ডল আটক করে।
পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)