কুষ্টিয়ার দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রী ভর্তির জন্য লটারী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১১ জানুয়ারী বেলা ১১টায় দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ লটারী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক ও দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। তিন শাখায় ১৮০জন শিক্ষার্থীর জন্য আবেদন জমা পড়ে ২২৩টি।
Posted ১২:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১১ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor