কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ফেনসিডিলসহ সম্রাট আলী বাবু (২৮) নামে এক মাদক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ৪৭বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ ঠোটারপাড়া বিওপি’র টহল দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিল, মাদক বহনকারী ইজিবাইক ও ১০ কেজি আটাসহ তাকে আটক করে। সে সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ ভাঙ্গাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ঠোটারপাড়া বিওপি’র টহল কমান্ডার নায়েক মো. নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে ফেনসিডলসহ মাদক ব্যবসায়ী সম্রাট আলী বাবুকে আটক করে।
এসময় জাদু মিয়া (২৮) নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। সে একই এলাকার গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।
অপরদিকে তেতুলবাড়ি বিওপি’র টহল দল একইদিন বিকেল সোয়া ৩টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত সংলগ্ন তেতুলবাড়ি পশ্চিমমাঠে অভিযান চালিয়ে মালিকবিহিন অবস্থায় ১৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
Posted ৭:১৩ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor