দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে, ইসিজি ও সনো’র উদ্বোধন করলেন বাদশাহ্ এমপি
দীর্ঘদিনের অচলাবস্থা শেষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের এক্স-রে, ইসিজি ও আলট্রা সনো মেশিনের উদ্বোধন করেছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্।
১১ আগস্ট মঙ্গলবার দুপুরে এসব জরুরী চিকিৎসা সহায়তা সামগ্রীর উদ্বোধন কররেন।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম তুহিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সামসুল আরেফিন ও ডা. আবু সাঈদসহ স্থানীয় সুধীজন।
প্রায় একযুগ ধরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের এক্স-রে, ইসিজি ও আলট্রা সনো মেশিন নষ্ট হয়ে পড়েছিল। এর আগে যারা দায়িত্বে ছিলেন তারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সংলগ্ন গড়ে ওঠা সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিক এবং স্থানীয় দালালচক্রের দৌরাত্মে এসব জরুরী চিকিৎসা সামগ্রী ইচ্ছাকৃতভাবে নষ্ট করে রাখতেন।
প্রয়াত এক্স-রে অপারেটর হাবিবুর রহমান দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চাকুরী করলেও তিনি কোনদিন এক্স-রে মেশিন সচল রাখেননি। তিনি ইচ্ছাকৃতভাবে সচল মেশিন অচল করে রাখতেন যা সবারই জানা রয়েছে।
Posted ১:৫২ পূর্বাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor