আকরাম হোসেন
দৌলতপুর হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন হাজ্বী মোঃ হুমায়ুন কবির।
গত এক সপ্তাহে দৌলতপুরে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এবং কুষ্টিয়া জেলায় আক্রান্তের সংখ্যায় দৌলতপুর উপজেলায় বাড়তে থাকায় প্রতিদিন অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার নেই।
এ সংকট নিরসনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ২০টি অক্সিজেন সিলিন্ডার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করেন আওয়ামী লীগ নেতা ও আল সালেহ লাইফ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেড এর কো-অর্ডিনেটর হাজ্বী মোঃ হুমায়ন কবির।
বুধবার সকালে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ অক্সিজেন সিলিন্ডারগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন আল সালেহ লাইফ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেড এর পরিচালক মামুনুর রশিদ।
Posted ৬:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
protidinerkushtia.com | editor