বিনামূল্যে ২০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দেওয়ার কথা জানিয়েছেন হাজ্বী মোঃ হুমায়ুন কবির।
বিনামূল্যে দৌলতপুর হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করার আশ্বাস্ত করেন হাজ্বী মোঃ হুমায়ুন কবির।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালকে ২০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দেওয়ার কথা জানিয়েছেন আল সালে লাইফ লাইন এন্টারপ্রাইজের কো-অডিনেটর হাজ্বী মোঃ হুমায়ুন কবির।
অক্সিজেনের অভাবে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা প্রায় প্রত্যেকেরই অবস্থা সংকটপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অক্সিজেনের জন্য রোগীর স্বজনদের ছোটাছুটি, হাহাকার আর কান্নায় এখানকার পরিবেশ ভারি হয়ে উঠেছে তাদের কষ্টের কথা ভেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীদের জন্য বিনামূল্যে ২০ অক্সিজেন সিলিন্ডার প্রদান করার কথা জানিয়েছেন হাজ্বী মোঃ হুমায়ুন কবির, তথ্য টি নিশ্চিত করছেন প্রতিদিনের কুষ্টিয়া অনলাইন নিউজ কে।
গত কয়েকদিনে কুষ্টিয়ায় করোনা পরিস্থিতি বেশ অবনতি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে পুরো জেলায়। প্রতিদিন সেখানে করোনা রোগীর সংখ্যা বাড়ায় অক্সিজেনের প্রয়োজনীয়তা বাড়ছে। এমন পরিস্থিতিতে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০ অক্সিজেন সিলিন্ডার প্রদান করার কথা জানিয়েছেন প্রতদিনের কুষ্টিয়া নিউজকে আল সালে লাইফ লাইন এন্টারপ্রাইজের কো-অডিনেটর হাজ্বী মোঃ হুমায়ুন কবির।
Posted ৪:১৭ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১
protidinerkushtia.com | editor