মঙ্গলবার | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

দৌলত পুরে বায়নাকৃত দোকান সহ জমি অন্যত্র বিক্রয়ের অভিযোগ হুমায়ূন কবির গং এর বিরুদ্ধে

দৌলতপুর প্রতিনিধি

দৌলত পুরে বায়নাকৃত দোকান সহ জমি অন্যত্র বিক্রয়ের অভিযোগ হুমায়ূন কবির গং এর বিরুদ্ধে

মোঃ হুমায়ুন কবির,তাহার নামীয় ঝাউদিয়া মৌজাতে অবস্থিত দোকান সহ, ০০৩৮ একর জমি বিক্রয় করার ঘোষণা দিলে । মোঃ শামীম আশরাফ অন্যান্য ক্রেতা অপেক্ষা অধিক ৫,০০,০০০/ পাঁচ লক্ষ টাকা দিতে চাহিলে, ইহাতে রাজি হয় । এবং সেই মোতাবেক ইং ১১/০২/২০২০ তাং সন্ধ্যা অনুমান ০৭:০০ ঘটিকার সময় ঝাউদিয়া বাবলু বাজারে বসিয়া প্রাথমিক বায়না স্বরূপ, ১,৯০,০০০ এক লক্ষ নব্বই হাজার,। টাকা গ্রহণ করিয়া জমি রেজিস্ট্রি করিয়া দিবে বলিয়া প্রতিশ্রুতি দিয়া ১০০ একশত টাকার ৩ খানা ৩০০তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত বায়না নামায় স্ট্যাম্পে উল্লেখিত সাক্ষীদের মোকাবেলায় সহি স্বাক্ষর করিয়ে দেয় ।


পরবর্তীতে হুমায়ুন উল্লেখিত বায়নাকৃত জমি রেজিস্ট্রি না দিয়া ,গোপনে অন্যত্রে বিক্রয় করিয়া দেয় । উক্ত ঘটনা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হইলে , তাহারা সালিশ বিচার করিলে, হুমায়ুনের বড় ভাই শহিদুল রহমান উক্ত টাকার জিম্মাদার হয় । ভুক্তভোগী শামিম আশরাফ জানান উক্ত টাকা পরিশোধের তারিখ দেওয়ায় ইং ০৪/০৫/২০২১ তাং সকাল অনুমান ০৭:৩০ ঘটিকার সময় আমি সহ পাওনাদার মোঃ আনারুল ইসলাম মোঃ ইনতাদুল বিশ্বাস শহিদুলের বাড়ির সামনে উপস্থিত হইলে সে আমাদের টাকা না দিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে, কথাবাত্রার এক পর্যায়ে বাদ প্রতিবাদ ঘটিলে , আশপাশের লোকজন আগাইয়া আসিলে শহিদুল খুন জখমের হুমকি দিয়ে চলে যাই।

পরবর্তীতে দেখা যায় বর্তমান যে বায়নাকৃত জমির মালিক মোঃ শামীম আশরাফ তাহার নামে থানাতে অভিযোগ করে।

তবে শামীম আশরাফ বলেছেন জমি করে, জমি রেজিস্ট্রি করে দিতেছে না,ও টাকাও ফেরত দিতেছেনা , আবার থানায় আমার নামে যে উল্টো মামলার অভিযোগ করাতে, স্থানীয় গণ্যমান্য সহ সবার দৃষ্টি জ্ঞাপন করছি , আর থানায় মিথ্যা বানোয়াট অভিযোগ করাই, এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি


Facebook Comments Box


Posted ১১:২৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ মে ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!