অনলাইন নিউজ ডেস্ক
প্রথম রাউন্ডের বাধাটা অ্যান্ডি মারে উতরে গিয়ে ছিলেন দাপটের সঙ্গে।
কিন্তু দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সেই প্রতাপ দেখাতে পারলেন না। যে কারণে জয়ও ধরা দেয়নি তার হাতে। ফেলিক্স আগার-অ্যালিয়াসিমের কাছে হেরে বিদায় নিয়েছেন ইউএস ওপেন থেকে।
কানাডিয়ান প্রতিপক্ষ ফেলিক্স আগার-অ্যালিয়াসিমের কাছে ৬-২, ৬-৩ ও ৬-৪ গেমে ধরাশায়ী হন ব্রিটিশ সুপারস্টার মারে।
আগার-অ্যালিয়াসিম তৃতীয় রাউন্ডে মোকাবেলা করবেন মারের স্বদেশী ড্যান ইভান্স বা ফ্রান্সের করেন্তিন মউতেতের বিপক্ষে।
অ্যান্ডি মারে এখন নজর দিবেন পিছিয়ে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি ওপর। রোলাঁ গারোতে টুর্নামেন্টটি শুরু হচ্ছে ২৭ সেপ্টেম্বর থেকে।
মারের সঙ্গে আসর থেকে বিদায় নিয়েছেন কানাডার মিলোস রাওনিচও। তবে তৃতীয় রাউন্ডের টিকিট পেয়েছেন ক্রোয়েশিয়ার মারিন চিলিচ। পরের ম্যাচে তার প্রতিপক্ষ অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েম
Posted ১০:০৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)