দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। উত্তরাঞ্চলে রীতিমতো শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। উত্তরে গতকাল শনিবার (২৮ নবেম্বর) তাপমাত্রা নেমেছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে।
রোববার (২৯ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।শীতের কারণে শ্রমজীবী মানুষজন ঘর থেকে বের হতে না পারায় কাজে যেতে পারছে না। ফলে তারা চরম বিপাকে পড়েছেন তারা।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, পঞ্চগড়ে কয়েক দিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে। তাপমাত্রা আরও কমে যেতে পারে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দু-তিন দিনি সারাদেশে শীতের অনুভূতি বাড়বে। এরপর ফের তাপমাত্রা বাড়তে থাকবে। তারপর আসবে পুরোদমে শীত। ডিসেম্বরে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
Posted ১২:২২ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | editor