রকিবুল ইসলাম (রকি)
বর্তমান সময়ে ধর্ষণ একটি মডেলে পরিণত হয়েছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ধর্ষন হচ্ছে। আর এই ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করে গাংনীর ছাত্রসমাজ। মানববন্ধনে তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মানববন্ধন এর মূল উদ্দেশ্য ছিল সমাজের সচেতনতা বৃদ্ধি এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করন। মঙ্গলবার সকাল ১১ টায় ৫ দফা দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা পরিষদের সামনে মেহেরপুর জেলার সচেতন শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম,জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুর রউফ ইমন,পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক জয়,রাহুল মাসুদ তুহিন,স্টেট ইউনিভার্সিটির ছাত্র সালেক মাসুদ ও কুষ্টিয়া সরকারী কলেজের ছাত্র আবির হাসান সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আমাদের এখন প্রয়োজন নৈতিক মূল্যেবোধের শিক্ষা। নারীদের জাগরনের সময় এসেছে তাই নারীর উপর যে কোন ধরনের নির্যাতন নিপিড়ন মেনে নেয়া হবেনা।
ধর্ষকের দ্রত সময়ের মধ্যে ফাঁসি নিশ্চিত এবং পুলিশ বিভাগকে জোরালো ও সর্তক অবস্থান নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)