কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১৩নং ধুবাইল ইউপির লক্ষ্মীধড়দিয়াড় গ্রামের মৃতঃ মসলেম উদ্দিনের ছেলে মকলেচ আলী @ মকলেচ আরেফিন একজন চিহ্নিত প্রতারক। তার নিখোঁজ হওয়ার ঘটনাটিও সাজানো, পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণেদিত। পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার বড়বড় ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন কৌশলে কাজ করে দেওয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দিয়ে আত্মগোপনে আছে সে, দাবি এলাকাবাসীর। কেননা, গত ২২শে আগস্ট বিকেল সাড়ে ৫টার পর মকলেচ আলী নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন মর্মে মিরপুর থানায় ২৫শে আগস্ট একটি সাধারণ ডায়েরি এন্ট্রি হয়েছে (জিডিই নং-৯৭৩, তারিখঃ ২৫/০৮/২০২০)। চমক লাগানোর মতো একটা তথ্য, ২২তারিখে মকলেচ নিখোঁজ হলে ২৩তারিখে সে নিজ এলাকার একটি নামাজে জানাজায় কিভাবে অংশগ্রহণ করলো? ধুবাইল ইউপির সাবেক এক মেম্বর ও এলাকার সরকার দলীয় এক সুপরিচিত নেতা জানালেন, মকলেচকে এলাকাতেই বিচ্ছিন্ন ভাবে চলাফেরা করতে তারাসহ অন্যান্যরা দেখছে। অনুসন্ধানে জানা গেছে, মকলেচ তার ফেসবুক মেসেঞ্জার, ইমো ও হোয়াটসআ্যাপে পদস্থ সরকারি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ শীর্ষ রাজনীতিবিদদের ছবি নিজ আইডিতে ব্যবহার করে বেপরোয়াভাবে তদ্বির বানিজ্যসহ নানামূখি অপকর্মের মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাৎ করেছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভিকটিমাইজড হয়েছেন জেলার বিভিন্ন এলাকার প্রভাবশালী বড়বড় ব্যবসায়ীসহ সরকারি কর্মকর্তারা। সম্প্রতি মকলেচের এহেন নানা অপকর্ম ফাঁস হয়ে পড়লে টনকনড়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। যেকোনো সময় মকলেচ গ্রেপ্তার হতে পারেন, এমন আশংকা থেকেই তার সাজানো নিখোঁজ, ধারনা সংশ্লিষ্টদের।
Posted ৫:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)