মোঃ সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া।
বাংলাদেশের মানুষদের গানের মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছে, জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা। ‘শখি গো আমার মন ভালানা’ ‘একখান পান চাইলাম পান দিলানা’সহ অসংখ্য গান ভক্তদের মুখে মুখে। এ পর্যন্ত অনেকগুলো স্টুডিও অ্যালবাম ভক্তদের উপহার দিয়েছে এই জনপ্রিয় সংগীতশিল্পী।
তবে ‘লায়লার’ ভক্তদের জন্য একটি খুশির খবর আছে। খুব শীঘ্রই নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছে তিনি। অ্যালবাম, রেকর্ডিং, মিউজিক ভিডিও নিয়ে ‘লায়লার’- সঙ্গে কথা হয়েছে প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধির সাথে।
লায়লা- নতুন গানের রেকর্ডিং চলছে। এছাড়া আমাদের মিউজিক ভিডিও করার কিছু প্ল্যান আছে। খুব শীঘ্রই আসছে আমার কণ্ঠে “কোন দুঃখ নাইরে বন্ধু” গানটির মিউজিক ভিডিও। মেহেদী হাসান লিমনের কথায় গানটির সুর করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী শ্রদ্ধেয় বেলাল খান, সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর শ্রদ্ধেয় জে কে মজলিস এবং শ্রদ্ধেয় সৈকত রেজার পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অনন্য ও লিয়ানা লিয়া। খুব শীঘ্রই দেখতে পাবেন সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
লায়লা প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধিকে আরো জানান,
বৃহস্পতিবারে রিলিজ হতে যাচ্ছে, সাউন্ডটেক কোম্পানির ইউটিউব চ্যানেল থেকে “তোমারে আমার হইতে দিলোনা” গান। গানটির কথা ও সুর করেছেন জনপ্রিয় গুণী গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় কবির বকুল স্যার, গানটির সঙ্গীতায়জন করেছেন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর জে কে মজলিশ এবং ভিডিও ডিরেকশন করেছেন জনপ্রিয় ডিরেক্টর নুর হোসেন হিরা
Posted ৮:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | editor