
নবাবগঞ্জে ১৯০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার-১
দিনাজপুরের নবাবগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১৯০ পিচ ইয়াবা সহ এক জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি জেলার বিরামপুর উপজেলার মঙ্গলপুর (বাগলপাড়া) গ্রামের গোলাম মোস্তফার ছেলে সেলিম রেজা (৩০)।
সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আসামি সেলিম রেজাকে মাদক মামলায় দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
বিয়ষটি জানিয়েছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
তিনি জানান, সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সালাম সহ সঙ্গী ফোর্স নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নবাবগঞ্জ-দাউদপুর সড়কে অভিযান পরিচালানা করি। অভিযান চালিয়ে সড়কের উপর থেকে ১৯০ পিচ ইয়াবা সহ সেলিম রেজাকে হাতেনাতে গ্রেপ্তার করি।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেলে পাঠানো হয়েছে।