প্রতিদিনের কুষ্টিয়া অনলাইন নিউজ ডেস্ক
বান্দরবানের থানচি উপজেলার অন্যতম পর্যটন স্পট নাফাখুমের খালে সাঁতার কাটতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ ব্যক্তির নাম কাজী জাকারুল ইসলাম কানন (৩৫)। তিনি ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন বন্ধু নিয়ে কানন থানচি উপজেলার নাফাখুম পর্যটন স্পটের রেমাক্রী খালের পানিতে সাঁতার কাটেন। এ সময় সময় তিনি ডুবে যান। পরে এ ঘটনার খবর পেয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা উদ্ধারের জন্য ঘটনাস্থলে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।
এই ব্যাপারে থানচি থানার অফিসার ইনচার্জ মো. সাইফুর উদ্দিন আনোয়ার জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য আমরা কাজ করছি।
প্রসঙ্গত, জেলার অন্য পর্যটন স্পটের মতো নাফাখুম ঝরনার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর শীত মৌসুমে শত শত পর্যটক বেড়াতে আসে। তবে অনুন্নত যাতায়াত, পর্যটকদের জন্য পর্যটন স্পটটিতে নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রতি বছর নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটছে। গত ৭ বছরে থানচি উপজেলার অন্যতম পর্যটন স্পট নাফাখুমে পড়ে গিয়ে নিহত হয়েছে অনন্ত ১০ পর্যটক আর আহত হয়েছে কমপক্ষে দুই শতাধিক।
Posted ১২:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)