শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বালিয়াদী গ্রামে নিজের ৯ বছর বয়সী মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে বাবার বিরুদ্ধে।
এ ঘটনায় শিশুটির মা নাসিমা বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। গতকাল শুক্রবার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রে এ অভিযোগ করেন শিশুটির মা। অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগেও বেশ কয়কবার ধর্ষণচেষ্টা করলে পরিবারের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছিল বলে জানান মামলার বাদী।
চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ধর্ষণচেষ্টার অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ৪:২৭ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque