নেত্রকেনা জেলার দূর্গাপুর উপজেলায় বাকলজোড়া ইউনিয়নে রামনগর গ্রামে এমরান নামে এক যুবকের লাশ পুকুরের পানিতে পাওয়া যায়। বোধবার বিকালে এমরান তাদের ছাগল ঘড়ে আনার জন্য বাড়ি থেকে বাহির হয়ে ছিলো- ছাগল বাড়ি গিয়েছে কিন্তু এমরান বাড়িতে যায় নি। তার পরিবার সারারাত খোঁজে কিন্তু কোথাও তাকে পাওয়া যায় নি। আজ বৃহস্পতিবার সকালে ১০ টায় একটি পুকুরের পানিতে পাওয়া যায় এমরানের মৃতদেহ। স্থানীয়রা এই ঘঠনায় শোকাহত প্রকাশ করেছেন। স্থানীয় সূত্রে যানা যায় এমরান কোরআনের একজন হাফেজ ছিলো। স্ত্রী নিয়ে সাংসার করতেন এমরান। তার বয়স ছিলো ২৬ বছর।
এই ঘঠনায় দূর্গাপুর থানা পুলিশ কর্মকর্তারা লাশ উদ্ধারে কাজ করছে।
Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)