সোমবার | ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

পঞ্চম মিরপুর পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ

সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।

পঞ্চম মিরপুর পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ

পঞ্চম মিরপুর পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ


মেয়র পদে হাজী এনামুল হক-নৌকা, রহমত আলী রব্বান-ধানের শীষ, শেখ আরিফুর রহমান-মোবাইল প্রতীক পেয়েছেন।

আজ বুধবার ৩০ ডিসেম্বর মিরপুর উপজেলা সভাকক্ষে রিটার্নিং অফিসার লিংকন বিশ্বাস ও সহকারী রিটার্নিং অফিসার দোলন কান্তি চক্রবর্তী ও মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন এর উপস্থিতিতে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করা হয়।

এছাড়াও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১ এ লিপি খাতুন-চশমা, শাহনাজ খাতুন-আনারস ও মিনারা খাতুন জবাফুল। ২নং ওয়ার্ডে মিনারা খাতুন-অটোরিক্সা, হালিমা খাতুন-আনারস, শেফালী খাতুন-চশমা। ৩নং ওয়ার্ডে রুশিয়া খাতুন- অটোরিক্সা, নাজমা আক্তার-চশমা, লাকি বেগম- আনারস প্রতীক পেয়েছেন।
সাধারণ ওয়ার্ড পুরুষ ১নং ওয়ার্ডে মান্নান মোল্লা- ডালিম, আব্দুল বাতেন-টেবিল ল্যাম্প, আলম হোসেন-উটপাখি, খোয়াব আলি-ব্রিজ, মজিবুল ইসলাম-পাঞ্জাবি, সালাউদ্দিন-পানির বোতল। ২নং ওয়ার্ডে তসলিম উদ্দিন-ডালিম, নজরুল ইসলাম- উটপাখি, রিপন আলি-পানির বোতল। ৩নং ওয়ার্ডে শুকুর আলী- উটপাখি, ইলিয়াস কাঞ্চন-ডালিম, আতিয়ার প্রমানিক-পানির বোতল, মাসুদুল হক- টেবিল ল্যাম্প। ৪নং ওয়ার্ডে আব্দুল মজিদ- টেবিল ল্যাম্প, আবুহেনা মামুনুর রশিদ-উটপাখি, আব্দুস সালাম-পানির বোতল,আপান মোল্লা-ডালিম, পল্টু মন্ডল-পাঞ্জাবি, ৭নং ওয়ার্ডে রেজাউল করিম- উটপাখি, কলি উদ্দিন মল্লিক- পানির বোতল, আনোয়ার হোসেন-টেবিল ল্যাম্প, ৮নং ওয়ার্ডে নাসির উদ্দিন-ডালিম, সাইফুর রহমান-পানির বোতল, আবু বক্কর-পাঞ্জাবি, হাজ্জাজুল ইসলাম- উটপাখি। ৯নং ওয়ার্ডে আশরাফুল গণি-পানির বোতল, আমজাদ হোসেন-ডালিম, সাইফুল গণি- উটপাখি, মিজানুর রহমান-পাঞ্জাবি, সেলিম আলী- টেবিল ল্যাম্প।


Facebook Comments Box


Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!