মোঃ সাব্বির আহমেদ (কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা প্রতিনিধি) দৈনিক শিকল ।
তরুন সাংবাদিক মো সাব্বির আহমেদ , কুষ্টিয়ক জেলা দৌলতপুর উপজেলা বাসী দেশ ও প্রবাসী ঈদুল আযহা’র শুভেচ্ছা।
আসসালামু আলাইকুম,আশাকরি মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন,সামনে পবিত্র ঈদুল আযহা এ উপলক্ষে উপজেলা সর্বস্তরের জনসাধারণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ঈদের এই অনাবিল আনন্দ ও সুখ শান্তি বছরের প্রতিদিনই প্রবাহিত হোক প্রতিটি মানুষের অন্তরের অন্তরে এবং প্রত্যেক জনপদে এই প্রত্যাশা করি।
পরিশেষে ঈদুল আযহার ত্যাগ তিতিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমরা পশু কোরবানির মাধ্যমে আমাদের মনের পশুত্ব কে কোরবানি করে দৈনন্দিন জীবন পরিচালনা ও সামাজিক জীবনে তা ছড়িয়ে দিয়ে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নকে আরও সুখী সুন্দর এবং পরিচ্ছন্ন করে গড়ে তুলি এই প্রত্যাশা রইল।
ঈদের আনন্দ সবার জীবনকে ধন্য করুক
দৈন্যতা কাটিয়ে পূন্যময় জীবন গড়ে উঠুক।
কোরবানিকৃত পশুর বর্জ্য সঠিকস্থানে ফেলুন
পরিস্কার -পরিচ্ছন্নতা নিশ্চিত করুন।
শুভাচ্ছান্তে:
সাব্বির আহমেদ
“দৈনিক শিকল”,
দৌলতপুর,কুষ্টিয়া
Posted ৬:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
protidinerkushtia.com | editor