পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন এস এম মিজানুর রহমান জনি
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ সমাজকর্মী ও কম্পিউটার প্রকৌশলী এস এম মিজানুর রহমান জনি ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৌলতপুর উপজেলার সকলকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । ঈদ মোবারক। মুসলমানদের জন্য ঈদুল আযহা একই সঙ্গে পশু কোরবানি দেয়ার এবং উৎসব করার দিন। কোরবানির উদ্দেশ্য আল্লাহতা’লার নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করা এবং নিজেদের মধ্য থেকে সকল প্রকার কুপ্রবৃত্তি দূর করা। মহান আল্লাহতালা আমাদের কুরবানী কবুল করুন।
তিনি বলেন আজ আমরা সমগ্র বিশ্বের মুসলিম সম্প্রদায় ভিন্ন এক পরিস্থিতিতে ঈদ উদযাপন করছি। করোনা মহামারী বিশেষ করে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট এর আক্রমনে দিশেহারা হয়ে পড়েছি। অনেক আপনজনকে হারিয়েছি আমরা। তাই করোনা বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল নির্দেশনা মেনে সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেই। সকলের অবস্থান থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়। মহান আল্লাহতালার অশেষ রহমত এবং সকলের সম্মিলিত উদ্যোগে আমরা করোনাভাইরাসকে রুখতে পারবো ইনশাল্লাহ।
সবশেষে তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময়, এই প্রত্যায়ে আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
Posted ৩:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
protidinerkushtia.com | editor