পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কুষ্টিয়া বাসীকে তথা দৌলতপুর উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, দৌলতপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিশিষ্ট সমাজ সেবক ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মোঃ ওহিদুল ইসলাম বাদল।
এ সময় তিনি বলেন, আমি সকলকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।
মোঃ ওহিদুল ইসলাম আরও বলেন, “ এবার আমরা ভিন্নভাবে পবিত্র ঈদ-উল-আযহা পালন করতে যাচ্ছি। কেন করছি সেটা আপনারা জানেন। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে আবির্ভূত হয়েছে। নিজে সুস্থ থাকুন আপনার পরিবারকে সুস্থ রাখুন। যার যার সামর্থ অনুযায়ী অসহায় ও দুস্থ ভাই বোনদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। আল্লাহর রহমতে ও মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ইনশাআল্লাহ আমরা করোনাভাইরাস থেকে পরিত্রান পাবো।
জনগণের জন্য একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছেন আমাদের জননেত্রী মানবতার মা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে থাকেন নিরাপদে থাকেন। তাই উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে এজন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সবশেষে তিনি বলেন , “পবিত্র ঈদ এই করোনা মহামারী কাটিয়ে সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, ভালবাসা এবং অপার শান্তি।
এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা, আমি এই কামনা করি।”
অবশেষে কুরবানীর পশু জবাই যথাস্থানে করে সঙ্গে সঙ্গে বর্জ্য অপসারণ করে পরিবেশটাকে সুন্দর রাখার অনুরোধ করেন।
Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor