পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন শাহ নেওয়াজ টিটু
পবিত্র মাহে রমজান উপলক্ষে পিস এন্ড স্মাইলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শাহ নেওয়াজ টিটু দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
বাণীতে পিস এন্ড স্মাইলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শাহ নেওয়াজ টিটু বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।
তিনি বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।
Posted ৩:০০ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ এপ্রিল ২০২১
protidinerkushtia.com | editor