নিজস্ব প্রতিনিধি
নিজেকে কখনো কখনো পরিত্যক্ত স্টেশন মনে হয়। যে ষ্টেশনে কোন ট্রেন আসে না; আসবে না আর কোনদিন। যাত্রীর ব্যস্ততা বা হকারের হাঁকডাকহীন জমিনে ছড়ানো-ছিটানো কিছু স্লিপার আর রেলের জংধরা বগি পড়ে থাকে নিতান্ত অবহেলায়।
খুব দূরের কোন এক প্রত্যন্ত গ্রামের ভেতর এমন একটা পরিত্যক্ত রেলস্টেশনের স্থির ছবি বুকে নিয়ে পড়ে থাকি। শীতের নির্জন রাত্রির সাক্ষী হয়ে সেখানে কেউ বসে থাকে না কোন ট্রেনের অপেক্ষায়। আর কেউ নেই। তবু এরকম একটি মফস্বল স্টেশনের ছবি বুকে একলা আমি একটি ট্রেনের অপেক্ষায় থাকি।
লিখেছেনঃ
মোঃ আল মাহমুদ গোলাম কিবরিয়া (জিবন)
বার্তা সম্পাদক
দৈনিক প্রতিদিনের কুষ্টিয়া নিউজ
Posted ৪:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)