কুষ্টিয়া ভেড়ামারার পাটুয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে আজ বিকেলে সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় ।
কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) আসনের মাননীয় সংসদ হাসানুল হক ইনু এমপি’র হস্তক্ষেপে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সুযোগ্য সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা জাসদের সহ-সম্পাদক ও ভেড়ামারা উপজেলা জাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক এস. এম. আনছার আলী, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাসদ নেতা আইয়ুব আলী, ভেড়ামারা পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মহাঃ মোস্তফা কামাল বকুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।
Posted ১:৪৯ অপরাহ্ণ | সোমবার, ০৭ জুন ২০২১
protidinerkushtia.com | editor