করোনার সময় স্বাস্থ্য বিধি মেনে বাস চলাচল করবে মালিকদের এই আশ্বাসে জেলা প্রশাসন প্রতি দুই সিটে একজন করে যাত্রী বসানোর প্রতিশ্রুতিতে বাস ভাড়া শত ভাগ বৃদ্ধি করে ! কিন্তু পাবনার সড়ক পরিবহনে স্বাস্থ্য বিধি মানা তো দুরের কথা গাদাগাদি করে যাত্রী পরিবহন করা হচ্ছে ! তার উপর নেই কোন স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা !
কোরবানীর ঈদের আগে ও পরে এই অবস্থা ভয়াবহ রুপ নেয় ! পাবনার মালিকরা কোন প্রকার স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে নিজেদের স্বার্থে করোনা সংক্রমন বৃদ্ধি করছে ! মানা হচ্ছে না সরকার ঘোষিত কোন স্বাস্থ্য সুরক্ষার নিয়ম ! এমনকি ডাবল সিটের ভাড়া নিয়ে যাএীদের সিংগেল সিট দেওয়ার কারণে অনেক যাএীর সাথে ঝামেলায় জড়ায়ে পড়তেছে বাসের স্টাফরা ! এই বিষয়ে কাউন্টারে অভিযোগ জানানো হলে , কাউন্টারের লোক বলে এই নিয়মেই চলবে গেলে যান না গেলে না জান ! যার কারণে ঝুঁকি নিয়েই মানুষ চলাচল করতেছে !
রবিবার (৯ আগস্ট) সকাল ১১টায় জুম পদ্ধতিতে পাবনা জেলার আইন শৃংখলা কমিটির সভায় বক্তারা এ সব অভিয়োগ তুলে ধরেন !
সভায় পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ যাত্রী পরিবহনে স্বাস্থ্য বিধি মানা না হলে সকল বাস ও কোচে ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য সকল ইউএনওকে নির্দেশ দেন ! এ ছাড়া জেলার করোনা পরিস্থিতি ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় !
কবীর মাহমুদের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আখতার মিলি, সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা চেম্বার অব কর্মাসের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা জেলা আওয়ামীলীগের সহসভাপতি বাবু চন্দন কুমার চক্রবর্তি, স্কয়ারের আবাসিক পরিচালক দবির উদ্দিন আহমেদ, বিভিন্ন উপজেলার ইউএনও প্রমুখ
Posted ৬:২২ অপরাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque