ইনজুরির কারনে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলা হচ্ছে না প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) গোলরক্ষক কেইলর নাভাসের। মঙ্গলবার আরবি লিপজিগের বিপক্ষে শেষ চারের ম্যাচের আগে এই গোলরক্ষকের ব্যাপারে নিশ্চিত করেছে তার ক্লাব।
ফরাসি চ্যাম্পিয়নদের এক বিবৃতিতে জানানো হয়, টমাস টুখেলের দল সেমিফাইনালে নাভাস ছাড়াও মার্কো ভেরাত্তি ও ইদ্রিসা গুয়েয়াকে পাচ্ছে না। তবে থিয়াগো সিলভা ও লায়ভিন কুরজাওয়াকে খেলতে দেখা যাবে।
এর আগে আতালান্তার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের একমাত্র লেগে পিএসজির ২-১ গোলের জয়ের ম্যাচে মাংস পেশিতে চোট পান ৩৩ বছর বয়সী তারকা নাভাস। তার পরিবর্তে পরে কোচ টমাস টুখেল মাঠে নামান গোলরক্ষক সার্জিও রিকোকে। তবে এখন পর্যন্ত সেরে উঠতে না পারায় বুন্দেসলিগার দলের বিপক্ষে আর খেলা হচ্ছে না।
Posted ৬:৫১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque