বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার রামনগর সাতগাছিয়া গ্রামের বাসুদেব সাহার মেয়ে শর্মিষ্ঠা সাহার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই উপজেলার পার্শ্ববর্তী গ্রামের বিনয় কৃষ্ণ সাহার ছেলে সবুজ কৃষ্ণ সাহার সাথে।লম্পট সবুজ বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে শর্মিষ্ঠার সাথে। এতে শর্মিষ্ঠা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে শর্মিষ্ঠা ও তার পরিবার সবুজকে বিয়ের জন্য চাপ দিতে থাকে।সবুজ শর্মিষ্ঠা ও তার অনাগত সন্তান কে মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালায়।ন্যায্য বিচারের অাশায় ভুক্তভোগীর পিতা বাসুদেব সাহা বাগেরহাট সদর থানায় মামলা দায়ের করে।মামলাটি বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে চলমান অাছে যার নম্বর ১১৯/০৮। মামলার নথি থেকে অারোও জানা যায় অাসামী সবুজ এখনও পলাতক রয়েছে।এরই মধ্যে ভুক্তভোগী কন্যা সন্তান প্রসব করে।মেয়ের নাম রাখে বৃষ্টি সাহা।
বৃষ্টি সাহা(১০) এর দাবী ন্যায্য বিচারের মাধ্যমে সে যেন পিতৃ পরিচয় পায়।
Posted ২:০৫ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque