নিজস্ব প্রতিনিধি
পুলিশের অভিযানে পার্লার থেকে সুন্দরী মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিনিধি// কুষ্টিয়ার অভিজাত এক বিউটি পার্লার থেকে বিপুল পরিমান ইয়াবা ও হিরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুষ্টিয়া ডিবি পুলিশ। রোববার ২৮ জুলাই রাত ৮ টার দিকে শহরের বাবর আলী গেইট এলাকার ৭/১১ নং বাসার নিচ তলায় অবস্থিত ওমেন্স ডল বিউটি পার্লার থেকে বিপুল পরিমান ইয়াবা ও হিরোইনসহ মাদক সুন্দরী তাসমিন জান্নাতকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা। গ্রেফতারকৃত তাসমিন জান্নাত বটতৈল দক্ষিণপাড়া এলাকার মৃত সাত্তার মিয়ার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে শহরের বাবর আলী গেইট এলাকার ৭/১১ বিসিস্ট্রিট খলিলুর রহমানের বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন এবং ওমেন্স ডল বিউটি পার্লার পরিচালনা করেন ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ২৮ জুলাই রোববার রাত ৮ টার দিকে বাবর আলী গেইট এলাকার ওমেন্স ডল বিউটি পার্লারে মাদক বেচাকেনার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। এরপরই এইআই আলহাজ আলী তার সঙ্গীয় ফোর্স এএসআই রোকনুজ্জামান, বিকাশ মন্ডলসহ ডিবি পুলিশের ফোর্স সেখানে পৌছায়। পরে ওমেন্স ডল বিউটি পার্লার থেকে তার দেখানো মতে ভেতরের ফেসিয়াল চেয়ারের উপর হইতে একটি কফি কালারের হেন্ডস পার্সের মধ্যে রক্ষিত অবস্থায় বিপুল পরিমান ইয়াবা ও হিরোইন উদ্ধার করে পুলিশ।
পুলিশ আরো জানায়, তাসমিন জান্নাত দীর্ঘদিন ধরে পার্লার ব্যবসার ছত্রছায়ায় দেহ ব্যাবসা,মাদকসহ নানা অপকর্ম করে আসছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ তাসমিন জান্নাতকে আটক করেছেন তারা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ এর পেছনে কারা জড়িত বা কারা এর সেল্টারদাতা গড ফাদার তদন্ত করে তাদেরকেউ দ্রুত আইনের আওতায় আনা হবে। এমনকি কারা কারা এই ব্যবসার সাথে জড়িত বা তার যোগাযোগ কাদের সাথে সেটিও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। খুব দ্রুতই তাসমিন জান্নাতের এই মাদক ব্যবসার ইনধনদাতা ও গডফাদারদের মুখোশ উদঘাটন করা হবে, কারা কারা এর সাথে জড়িত এবিষয়ে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন পরের অনুসন্ধানী প্রতিবেদনে ।
Posted ৩:৩৬ অপরাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪
protidinerkushtia.com | editor