গত ২১ আগস্ট অনলাইন নিউজ পোর্টাল ও জনবানী পত্রিকায় ‘দৌলতপুরে বিদেশী দান লুটে নিয়েছে বাংলাদেশী তরুণ, শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন শুভ।
প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, সৌদী আরবের দাতা সংস্থা জমজম প্রতিষ্ঠানের দেওয়া টিউবওয়েল ও সাবমারসিবল পাম্প নিম্নবিত্তদের মধ্যে বিতরণ করা হয়েছে তা সঠিক নিয়মেই বিতরণ করা হয়েছে।
নলকূপের ক্ষেত্রে কোন টাকা নেওয়া হতো না তবে সাবমারসিবল পাম্পের ক্ষেত্রে মিস্ত্রি খরচ বাবদ পাঁচ হাজার করা টাকা নেওয়া হয়েছে এছাড়া কোন টাকা নেওয়া হয় না।
উক্ত সকল কাজ সম্পন্নের ক্ষেত্রেও স্বচ্ছতার সাথে মনিটরিং করা হয়েছে। একাজে কোন রকম অনিয়ম হয়নি। অথচ সংবাদে মনগড়া মিথ্যা তথ্য দিয়ে সৌদী আরবের দাতা সংস্থা জমজম প্রতিষ্ঠানের সুনাম বিনষ্ট করা হয়েছে। সংবাদটি প্রকাশের ক্ষেত্রে সংবাদকর্মী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন বক্তব্যও গ্রহণ করেননি। শুভ উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
প্রতিবাদলিপিতে বলা হয়, যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি মিথ্যা ও বানোয়াট। আমাকে হেয় করার জন্য একটি পক্ষ প্রতিবেদককে ভুল তথ্য সরবরাহ করেছে এবং তার বক্তব্যটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া। তাই আমি উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
Posted ১:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
protidinerkushtia.com | editor