মোঃ গোলাম কিবরিয়া (জিবন)
রোটারি ক্লাব অব বারিধারার সাবেক প্রেসিডেন্ট এর আর্থিক সহযোগিতায় ও ওহিদুল ইসলাম (বাদল) এর তত্ত্বাবধানে মলদ্বারহীন শিশু আশান এর অপারেশন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য গত ১০ই আগস্ট ২০২০ তারিখে প্রতিদিনের কুষ্টিয়া অনলাইন নিউজ পোর্টালে জন্ম থেকেই মলদ্বারহীন কুষ্টিয়ার হরিপুরের শিশু পুত্র আশান এই নিউজ টি প্রকাশিত হয়।
তারই সুবাদে সাহায্যের হাত বাড়িয়ে দেন রোটারি ক্লাব অব বারিধারার সাবেক প্রেসিডেন্ট।
তিনি মলদ্বারহীন শিশু আশানের অপারেশনের খরচ, মেডিসিন সহ এবং সকল প্রকার থাকা খাওয়ার ব্যবস্থা করেন।
ডাঃ সৈয়দ সিরাজুল ইসলাম (এমবিবিএস, এমএস( শিশু সার্জারী), পিএইচডি, সহকারী অধ্যাপক ( শিশু সার্জারী বিভাগ) রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী) এর মাধ্যমে গতকাল ২৯শে সেপ্টেম্বর ২০২০ শিশুটির অপারেশন সম্পন্ন হয়।
অর্থের অভাবে অপারেশন করাতে পারছিলেন না অসহায় মা। ছোট্ট নিষ্পাপ শিশুটির নাম আশান। বয়স মাত্র দেড় বছর। ভাগ্যের নির্মম পরিহাস- শিশুটি জন্ম থেকেই মলদ্বারহীন ছিল।
শিশুটা বর্তমানে অপারেশনের পর রাজশাহীর একটি স্থানীয় হাসপাতালে ভর্তি আছে এবং আল্লাহর রহমতে সুস্থ আছে।
যার সার্বিক তত্ত্বাবধানের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আমার শ্রদ্ধেয় বড় ভাই, যার কথা না বললে নয়, তিনি হলেন দৌলতপুরে’র বিলগাতুয়া গ্রামের কৃতী সন্তান এবং বিশিষ্ট সমাজসেবক, ও রোটারী কমিউনিটি কর্পস এর সদস্য মোঃ ওহিদুল ইসলাম বাদল ভাই। তার প্রচেষ্টার মাধ্যমে শিশুর চিকিৎসা খরচ ব্যবস্থা করা হয়েছে। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তিনি এভাবে অসহায় মানুষের পাশে থেকে সেবা করতে পারেন।
শিশু আশানের বাবা, মা বলেন ধন্যবাদ প্রতিদিনের কুষ্টিয়া কে এবং সেইসাথে ধন্যবাদ সাবেক প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব বারিধারা ও বিলগাতুয়া দৌলতপুরের কৃতি সন্তান মোঃওহিদুল ইসলাম বাদল ভাইয়ের কে। তাদের সহযোগিতায় আমাদের পুত্র নতুন জিবন ফিরে পেল সেজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Posted ৮:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)